স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: ইউপি চেয়ারম্যান কারাগারে

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে নলছিটি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (৩০ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক মাহাবুবা শারিমন ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ আলী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যার অভিযোগে এর আগে ইউপি সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম হাওলাদারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।’

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাতে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ শেষে বাড়ি ফেরার পথে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।