জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি

জাল টাকা ছাপানো হচ্ছে এ ধরনের সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি ও চরকাউয়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৮ দুই যুবককে আটক করেছে।

আটকরা হলো- চরকাউয়া এলাকার লাল মিয়ার ছেলে মিজান হাওলাদার ও ঝালকাঠির রাজাপুর থানাধীন লেবুবুনিয়া এলাকার ফরিদ হোসেনের ছেলে নাঈম হোসেন।

এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকার জাল নোট এবং টাকা ছাপানোর কাজে ব্যবহৃত ১টি প্রিন্টার, ১টি ল্যাপটপ, ৪ বোতল প্রিন্টারের কালি, ১টি মডেম, ৩ প্রকার আঠার কৌটা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) বিকালে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের সিনিয়র সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে অভিযান চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল নোট এবং জাল নোট ছাপানোর প্রিন্টার ও কালিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, নগদ ২০ হাজার টাকায় ১ লাখ জাল টাকার নোট নাঈম নিতে আসে। এরপর মিজানের সঙ্গে থাকা স্কুলব্যাগ থেকে ওই ১ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তা ছাড়া মিজান তার বাড়িতে বসেই জাল নোট ছাপিয়ে আসছিল। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

র‌্যাবের সিনিয়র সিনিয়র সহকারী পরিচালক আরও জানান, আটকদের বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় সোপর্দ করা হবে। এরপর র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।