সংঘর্ষের জেরে নোয়াখালীতে মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

নোয়াখালীনোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধানী রক্তদান ক্লাব ও মেডিসিন ক্লাবের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে সংঘাত এড়াতে কলেজ মঙ্গলবার দুপুরে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এ ঘোষণার পর সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা হল ত্যাগ করেন।
নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মলয় কান্তি চক্রবর্তী জানান, কলেজের নতুন ছাত্র ভর্তি চলছে। তাদেরকে নিজেদের সংগঠনে ভেড়াতে সন্ধানী ও মেডিসিন ক্লাবের সদস্যদের মধ্যে বিরোধের জেরে রবিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষে মাজিদ (২০) ও সাহাব উদ্দিন (২০) নামে দুই শিক্ষার্থী আহত হয়। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে জরুরি একাডেমিক কাউন্সিলের সিন্ধান্ত অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ বড় ধরনের সংঘর্ষ এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

/এআর/