‘সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের আ.লীগ করার সুযোগ দেওয়া হবে না’

কুমিল্লায় আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমআওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘যারা নির্বাচনে ভালো কাজ করবে তাদের দলের মহানগর কমিটিতে পুরস্কৃত করা হবে। আর কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে আওয়ামী লীগ করার সুযোগ দেওয়া হবে না।’ বুধবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে কুমিল্লা পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আদর্শের পক্ষে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ও নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকে।’

শামীম আরও বলেন, ‘মনোনয়ন না পাওয়া প্রার্থীদের দুই একদিন মন খারাপ থাকতেই পারে। আজ (বুধবার) আমি আসার পর থেকে সবাই নৌকার ব্যাপারে এক হয়ে কাজ করবে। কুমিল্লা সিটির ২৭ টি ওয়ার্ডে আমরা সহযোগী সংগঠনগুলোকে নিয়ে টিম করে দেব, যেমনটি আমরা নারায়ণগঞ্জে করেছি।’

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, সহ-সম্পাদক নাসির উদ্দিন, প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা সফিক সিকদার, সাজ্জাদ হোসেন, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম রৌশন, চিত্তরঞ্জন ভৌমিক, আবদুল হাই বাবলু, ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নূর-উর রহমান মাহমুদ তানিম, জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবির সিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আনিসুর রহমান মিঠু ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএ/