জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে চাঁদপুরে ২৫ হাজার শিক্ষার্থীর শপথ

চাঁদপুরে ২৫ হাজার শিক্ষার্থীর শপথচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহকে ‘না’ বলে শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন এলাকার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ শপথ অনুষ্ঠিত হয়।

এর মধ্যে উপজেলার ঐতিহ্যবাহী নিউ হোস্টেল মাঠে মতলব সদরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার শিক্ষার্থীদের অংশ নেয়। এখানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘যারা ইসলামের অপব্যাখা দিয়ে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে নেতৃত্ব দেবে। এ আয়োজনের উদ্দেশ্য ভবিষতে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূল করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা।’

শপথ গ্রহণের আগে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন, প্রবীন রাজনীতিবীদ জয়লান আবেদীন প্রধান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপজেলার কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমান্যরা অংশগ্রহণ করেন।

/এফএস/

আরও পড়ুন- 


মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার কথা জানে না চিকিৎসা কেন্দ্রগুলো