মাছের সুষ্ঠু প্রজননে জেলেদের সতর্ক থাকার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

Rangamati Pic-04-05-17-01কাপ্তাই হ্রদের দূষণ রোধ করা না গেলে মাছের সুষ্ঠু প্রজনন ব্যাহত এবং ভবিষ্যতে বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি হ্রদের মাছ আহরণের ক্ষেত্রে মাছের পোনা নিধন না করার আহ্বান জানিয়ে জেলেদের আরও সতর্ক থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের উদ্যোগে আয়োজিত কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুর মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার গোলাম ফারুক, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, নৌ পুলিশের ডিআইজি মাহবুবুর রহমান, রাঙামাটি বিএফডিসি ম্যানেজার কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান।

পরে অতিথিরা কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।

/বিএল/