লংগদু হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে মানবাধিকার কমিশন

লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন

রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা নয়ন হত্যার জের ধরে পাহাড়িদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় মানবধিকার কমিশনের তদন্ত কমিটি। রবিবার (১১ জুন) মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে ওই প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশনের তদন্ত কমিটির আহ্বায়ক ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা এ খবর নিশ্চিত করেছেন।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়া প্রসঙ্গে বাঞ্ছিতা চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (রবিবার) দুপুরে তদন্ত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া দেওয়া হয়েছে। এরপর কমিশনের পক্ষ থেকেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

এর আগে, লংগদুতে পাহাড়ি বাড়িঘরে অাগুন দেওয়ার ঘটনায় গত ৬ জুন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমাকে আহ্বায়ক, ঢাকা অফিসের সহকারী পরিচালক সাজ্জাদুর রহমানকে সদস্য সচিব ও রাঙামাটি অফিসের উপ-পরিচালক কাজী সালাহউদ্দিনকে সদস্য করে গঠন করা হয় ওই তদন্ত কমিটি। এই কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে, গত ৮ জুন (বৃহস্পতিবার) তদন্ত কমিটি লংগদু পরির্দশন করে। এসময় তদন্ত কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত তিনটিলা ও মানিকজোড় ছড়া এলাকা পরিদর্শন করে তিনটিলা বৌদ্ধ বিহারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এছাড়া, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।

/জেবি/টিআর/

আরও পড়তে পারেন: পুলিশ হেফাজতে ছাত্রের মৃত্যুর ঘটনায় চার পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা