রাঙামাটিতে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১২০

রাঙামাটিতে পাহাড় ধসরাঙামাটিতে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১২০ জন হয়েছে। পাহাড় ধসের ঘটনায় ২ জন নিখোঁজ ছিল। মেয়র ও কাউন্সিলরদের তথ্য অনুযায়ী তাদেরকেই মৃত হিসেবে ধরা হয়েছে। নিহতদের মধ্যে পুরুষ ৪৭ জন, নারী ৩৬ ও শিশু ৩৭ জন।

কন্ট্রোল রুমের ম্যাজিস্ট্রেট এস এন এ আরাফাত বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে পাহাড় ধসে মোট ১৬৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত ১২ জুন রাতে প্রবল বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন উপজেলায় পাহাড় ধসে পড়ে। এতে ১২০ জন নিহত হন। এছাড়া, বান্দরবান ও চট্টগ্রামে ৩৯ জন, খাগড়াছড়িতে ৩ জন, কক্সবাজার ও মৌলভীবাজারে ৪ জনসহ নিহত হন।

/বিএল/