চাঁদপুরে ঈদের জামাত কখন কোথায়

চাঁদপুরপ্রতি বছরের মতো এ বছরও পবিত্র ঈদুল ফিতরের জামাত চাঁদপুর পৌর এলাকার প্রায় ১৪টি স্থানে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ স্থানে ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, চাঁদপুর আউটার স্টেডিয়ামে সকাল ৮টা ১৫মিনিট, চাঁদপুর পুলিশ লাইনসে সকাল সাড়ে ৮টা, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টা, শহরের চিশতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টা ৪৫ ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ১০টায়, গভ. টেকনিক্যাল হাইস্কুল মাঠে সকাল সাড়ে ৮টায়, বেগম জামে মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৮টা, দক্ষিণ গুণরাজদী আহম্মদিয়া ঈদগাহে সকাল সাড়ে ৮টা, পূর্ব শ্রীরামদী ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহে সকাল সাড়ে ৮টা, বাবুরহাট হাইস্কুল কলেজ মাঠে সকাল ৮টায়, পুরাণবাজার এমদাদিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টা, জেলা কারাগার জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টা এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, পুরাণবাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টা, বড়স্টেশন বালুর মাঠে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রতি বছর সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এবার সেখানে সকাল ১০টায় ঈদের নামাজ হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় থেকে জানা গেছে, জেলা সদরের গুরুত্বপূর্ণ ১৩টি ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।
এছাড়া হাজীগঞ্জ উপজেলা শহরের ঐতিহ্যবাহী বড় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, শেষ জামায়াত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এখানে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে।
মতলব দক্ষিণ উপজেলা নিউ হোস্টেল মাঠে সকাল ৮টায়, মতলব উত্তর উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সকাল ৯টায় ফরাজিকান্দি আল ওয়েসিয়া কামিল মাদ্রাসা ময়দানে সকাল ৯টায়, শাহরাস্তি উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৯টা, মেহের কালিবাড়ি জামে মসজিদে সকাল ৯টা, ফরিদগঞ্জ উপজেলার পৌর ঈদগাহ ময়াদানে প্রথম জামাত ৯টা এবং দ্বিতীয় জামাত সাড়ে ৯টা, মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯টা ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
/এআর/