চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়া পুষ্পস্তবকে আগুন

চট্টগ্রামচট্টগ্রামে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পণ করা পুষ্পস্তবক আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা এলাকায় এই ঘটনা ঘটে। রাতের কোনও এক সময় কাপাসগোলা মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর ওই প্রতিকৃতিতে আগুন দেওয়া হয় বলে ধারাণা করছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিষয়টি জানিয়েছেন।

নুর মোস্তফা টিন নামে স্থানীয় চকবাজার এলাকার এক যুবলীগ নেতা জাতির জনকের এই প্রতিকৃতিটি স্থাপন করেন। কাপাসগোলা সিটি করপোরেশন স্কুলের সামনে সড়কের মোড়ে এটি স্থাপন করা হয়।  সেখানে প্রতিকৃতিটি স্টিল স্ট্রাকচারে সাদা গ্লাস দিয়ে মোড়ানো রয়েছে।

মহিউদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এখানে একটি পুষ্পস্তবক পোড়ানো অবস্থায় পড়ে আছে। দুর্বৃত্তরা মঙ্গলবার রাতের কোনও এক সময় এ ঘটনাটি ঘটিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কে বা কারা এ কাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

/বিএল/

আরও পড়ুন:
শোক দিবসে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৬ নেতাকর্মী বহিষ্কার