দ্বিতীয় দিনেও পুলিশের বাধা, রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারেনি বিএনপি

পুলিশের বাধায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বৃহস্পতিবারও ত্রাণ বিতরণ করতে পারেনি বিএনপি। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়া বিএনপির ত্রাণবাহী ট্রাক (ফাইল ছবি)এর আগে, গতকাল বুধবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিএনপির নিয়ে আসা ২২টি ত্রাণবাহী ট্রাক আটকে দেয় পুলিশ। জেলা প্রশাসন ও পুলিশের বাধার মুখে ত্রাণের বহর শরণার্থীদের অস্থায়ী ক্যাম্পে যেতে পারেনি, বলে অভিযোগ করেছিলেন বিএনপি নেতারা।

কক্সবাজার বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিএনপির নিয়ে আসা ২২টি ত্রাণবাহী ট্রাকে দ্বিতীয় দিনেও বাধা দিয়েছে পুলিশ। এ কারণে কেন্দ্রের নির্দেশে ত্রাণগুলো কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে জমা করে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, আপাতত ত্রাণগুলো বিএনপির কার্যালয়ে জমা করে রাখা হচ্ছে। কেন্দ্রের নির্দেশ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ২২টি ট্রাকে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির