বৃহত্তম বুদ্ধাসন মূর্তির জীবন্যাস ও মহাবোধি বৃক্ষ রোপণ অনুষ্ঠিত

বৃহত্তম বুদ্ধাসন মূর্তির জীবন্যাস ও মহাবোধি বৃক্ষ রোপণ অনুষ্ঠানবান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইখালির সংঘামিত্ত্বা আশ্রমে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম বুদ্ধাসন মূর্তির জীবন্যাস ও মহাবোধি বৃক্ষ রোপণ অনুষ্ঠান । শুক্রবার (২৪ নভেম্বর) সকালে  অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে তিনি বুদ্ধমূর্তির পাশে একটি মহাবোধি বৃক্ষ রোপণ করেন।

তাইখালির সংঘামিত্ত্বা সেবাসংঘ অনাথ আশ্রমের পরিচালক সংঘরাজ উ: উই সু দা মহাথেরো এবং পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরসহ শতশত ভক্তকুলের সহযোগিতায় দেশের বৃহত্তম এই বুদ্ধ মূর্তিটি স্থাপন করা হয়।

বৃহত্তম বুদ্ধাসন মূর্তির জীবন্যাস ও মহাবোধি বৃক্ষ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে শত শত বৌদ্ধভিক্ষু ও হাজার হাজার ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেয়। পরে দেশ ও জাতির কল্যাণে বুদ্ধের অহিংসা বাণী ও পঞ্চশীল গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।