চুলার আগুনে পুড়লো ২৩ বসতঘর

আগুনচট্টগ্রাম নগরীর মোহাম্মদনগর এলাকায় আগুনে ২৩টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ২ টার দিকে চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের চন্দনপুরা ও বায়েজিদ স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই এলাকার তিন জন মালিকের ২৩ কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’