মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ

03দেশের বৃহত্তম কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে আগামী ১ মে থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজননের জন্য তিন মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ করা হয়। রবিবার (১৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি কার্যালয়ের ব্যবস্থাপক কমান্ডার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমানসহ সরকারি কর্মকর্তা ও মৎস্য ব্যবসায়ীরা। অনুষ্ঠিত সভায় আগামী ১ মে থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নিষেধাজ্ঞা সময়ে কাপ্তাই হ্রদে অবৈধ মাছ আহরণ বন্ধে মোবাইল কোর্ট চালুর পাশাপাশি এখানকার সব বরফ কল সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ বিষয়ে বিএফডিসি’র ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘এ বছর মাছ ধরা বন্ধ মৌসুমে কাপ্তাই হ্রদে ৩০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। মে মাসের শুরুতে ১৫ মেট্রিক টন এবং সেপ্টেম্বর মাসে বাকি ১৫ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে।’
তিনি আরও বলেন, ‘গত বছর সারা দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলেদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া সম্ভব না হলেও এবার জেলা প্রশাসনের সহযোগিতায় মে মাসেই জেলেদের খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবে আশা করছি।’