বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু





নিহত শামসুদ্দিন সৃজনবিশ্ববিদ্যালয়ের পুকুরের পানিতে ডুবে শামসুদ্দিন সৃজন নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শামসুদ্দিন সৃজন ফেনী জেলার সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মো. ইমাম উদ্দীন সবুজ মিয়ার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।




বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে সৃজন বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পুকুরে সাঁতার কাটতে যান। পুকুরে নামার পর তিনি নিখোঁজ হন।বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তার কোনও হদিস না পাওয়ায় পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ঘণ্টা খোঁজাখুঁজির পরে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।