কক্সবাজারে পাহাড় ধস ও ফাটল, ১৫ পরিবার ক্ষতিগ্রস্ত

পাহাড় ধসকক্সবাজার শহরের লিংক রোডের মুহুরীপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়া আরও ৫ একর পাহাড়ি ভূমিতে ফাটল সৃষ্টি হয়েছে। এতে সাতটি বসতবাড়ি, দু’টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির কবলে পড়েছে ১৫টি পরিবার।

শনিবার (২৮ জুলাই) মধ্যরাতে পাহাড় ধ্স ও ফাটল সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের কারণে আটকে পড়া লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করছে জেলা প্রশাসন।

পাহাড় ধসস্থানীয়রা জানিয়েছেন, মুহুরীপাড়ার বিসিক শিল্প এলাকার দক্ষিণ পার্শ্বে প্রায় দেড়শ’ ফুট উঁচু একটি পাহাড় আকস্মিক ধসে পড়ে।

FB_IMG_1532759463650

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান জানান,পাহাড় ধসের কারণে দুইটি দোকান ও ৫টি বসতবাড়ি ভেঙে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পাহাড় ধসকক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান, পাহাড়ে ও পাহাড়ের পাশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আজ সকালে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস বাহিনী কাজ করছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

FB_IMG_1532759477507কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আলী কবির জানান, ‘টানা ও অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। প্রায় ৫ একরের দেড়শত ফুট উঁচু পাহাড়টির কিছু অংশ কেটে ফেলে স্থানীয়রা। এতে বৃষ্টির পানি সহজে পাহাড়ের ভেতরে ঢুকে পড়ায় পাহাড়টি ধসে পড়েছে । পাহাড়ের কিছু কিছু অংশে ফাটলও ধরেছে। এতে পাহাড় ধস অব্যাহত রয়েছে।’