কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বন্দুকযুদ্ধকক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে  দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) ভোর ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর পানেরছড়া এলাকায় র‌্যাবের চেকপোস্টে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় সাড়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ৪টি অস্ত্র ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, নিজাম উদ্দিন (৩৫) ও রতন রুদ্র (৩০। তারা চট্টগ্রামের লোহাগড়া এলাকার বাসিন্দা।

কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান,  ‘টেকনাফ থেকে একটি তেলের ট্যাংক ভর্তি ইয়াবা আসার খবর পেয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।  এসময় একটি তেলের ট্যাংক নিয়ে ৪-৫ জন লোক র‌্যাবের চেকপোস্টে না দাঁড়িয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এসময় র‌্যাব সদস্যরা তাদের পিছু নিলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় তারা। র‌্যাবও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে তেলের ট্যাংকের গাড়িটি রেখে পাচারকারিরা পালিয়ে যায়। পরে গাড়িত তল্লাশি চালিয়ে দুই জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এসময় তেলের ট্যাংকের ভিতর থেকে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও দুইটি বিদেশি পিস্তল ও দুইটি এলজি বন্দুক উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, ‘নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার মডেল সদর থানায় পাঠানো হয়েছে।’