ভারত প্রত্যাগতদের পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন না করার দাবিতে মানববন্ধন

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের মানববন্ধনভারত থেকে প্রত্যাগত ৮২ হাজার পরিবারকে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসনের সিদ্ধান্তের প্রতিবাদ ও বাঙামাটিতে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম সার্কিট হাউজে গত ২৫ সেপ্টেম্বর ভারত প্রত্যাগত শরণার্থীদের প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সংক্রান্ত সংস্থা টাস্কফোর্সের নবম সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভারত থেকে প্রত্যাগত ৮২ হাজার পরিবারকে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসনের সিদ্ধান্ত হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, সম্প্রতি রাঙামাটিতে পাহাড়ি সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে। সেনাবাহিনীকে তাড়িয়ে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য পাহাড়ি সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছে। আমরা প্রশাসনের কাছে এসব ঘটনায় বিচার দাবি করছি। উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটির রাঙাপানিছড়া এলাকায় যৌথবাহিনী একজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে গেলে স্থানীয় পাহাড়ি নারীরা তাদের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি থেকে সন্ত্রাসীকে ছিনিয়ে নেয়।

মানববন্ধনের সভাপতিত্ব করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আহ্বায়ক মো. মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন— বাঙালি ছাত্র পরিষদের সাবেক সভাপতি মো. কামরান ফারুক, বান্দরবান জেলা শাখার যুগ্ন আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, যুগ্ন আহ্বায়ক মো. শফিকুর রহমান ও সদস্য সচিব ফরহাদ ইসলামসহ বান্দরবান পার্বত্য ছাত্র পরিষদের জেলা শখার নেতারা।