টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

আটক মোহাম্মদ জাবেদ (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র‍্যাব। রবিবার (১১ নভেম্বর) বিকালে তাকে আটক করা হয়। র‍্যাব-৭ টেকনাফ ক্যাম্প-১ এর ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব এ খবর নিশ্চিত করেন।

আটক মোহাম্মদ জাবেদ টেকনাফের সাবরাং ইউনিয়নের নোয়াপাড়ার মৃত মোহাম্মদ ইউনুছের ছেলে।

মির্জা শাহেদ মাহাতাব বলেন, ‘আজ (রবিবার) বিকালে শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবা চালান পাচার হচ্ছে, এমন গোপন সংবাদে কেরুনতলী নামকস্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ওই সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে থামার সংকেত দেন র‍্যাব সদস্যরা। কিন্তু র‍্যাব দেখে ইয়াবা পাচারকারীরা অটোরিকশাটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্ট চালায়। এসময় ধাওয়া করে অটোসহ মোহাম্মদ জাবেদকে আটক করা হয়। এসময় আবুল খায়ের (৩৫) নামে অন্য একজন পালিয়ে যায়। সে শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাচা মিয়ার ছেলে।’

তিনি আরও বলেন, ‘ইয়াবাসহ আটক পাচারকারীকে এজাহারনামীয় দেখিয়ে আবুল খায়েরকে পলাতক আসামি করে একটি মাদক মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’