নোয়াখালীতে যুবলীগ নেতাকে হত্যার অভিযোগে যুবদল সভাপতিসহ আটক ৬

Hanif`s Namaje Janaja Pic 12.12.2018শোকে বিহ্বল পরিবারের সদস্যরা এখনও মামলা দায়ের করতে না পারলেও নোয়াখালী সদর উপজেলার আট নম্বর এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর শুল্লুকিয়া গ্রামের ইসমাইল নগরে যুবলীগ সাধারণ সম্পাদক মো. হানিফকে হত্যার ঘটনায় যুবদল নেতাসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। আজ নিহত হানিফের জানাজাও অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
আটককৃতরা হলেন, সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি নিজাম উদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কামালের দুই ভাই নাছির উদ্দিন-মহি উদ্দিন এবং বিএনপি কর্মী নুরুজ্জামান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা সদর ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে (২৪) মঙ্গলবার বিকেলে পূর্ব শুল্লুকিয়া এলাকায় বিএনপির নির্বাচনি মিছিল থেকে গুলি করে হত্যা করা হয়। তার পরিবারের সদস্যরা শোকে বিহ্বল থাকায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে।
নিহত মো. হানিফ মফিজ উল্যার ছেলে। আজ বিকাল ৩ টায় জানাজা শেষে নিহত মো. হানিফের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছেরসহ পাঁচ সহস্রাধিক মানুষ।