যুবলীগ নেতা হানিফ হত্যা: বিএনপি-জামায়াতের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নোয়াখালীনোয়াখালী সদর উপজেলার ৮নং এওজবালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে হত্যার ঘটনায় বিএনপি ও জামায়াতের তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বয়ক আরিফুল ইসলাম সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ৩৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুলুকিয়া গ্রামের মফিজ উল্যার ছেলে স্থানীয় যুবলীগ নেতা মো. হানিফকে গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকাল পৌনে ৫ টায় বিএনপির মিছিল থেকে প্রথমে চোখে-মুখে মরিচের গুড়া মেরে এবং পরে ইট দিয়ে মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করার পর, পায়ে গুলি করে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বুধবার জেলা সদর ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ। তারা হলেন, সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি নিজাম উদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কামালের দুই ভাই নাছির উদ্দিন, মহি উদ্দিন এবং বিএনপি কর্মী নুরুজ্জামান। তাদেরকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।’