কুমিল্লায় ১৩ শ্রমিক নিহত: ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দিলো ইটভাটা মালিক

কুমিল্লা

 

কুমিল্লায় ইটভাটার ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন মালিকপক্ষ। নিহতদের পরিবারকে ১ লাখ টাকা ও আহত দুইজনকে ৫০ হাজার করে মোট ১৪ লাখ টাকা দিয়েছেন এমরান ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক। সোমবার দুপুরে মালিকপক্ষের দেওয়া ১৪ লাখ টাকা নীলফামারী জেলা প্রশাসকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম।
তিনি জানান, কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী হতাহত শ্রমিকদের পরিবারকে ইটভাটা মালিকের দেওয়া ১৪ লাখ টাকা নীলফামারী জেলা প্রশাসকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। নিহত ও আহত শ্রমিকদের বাড়ি নীলফামারী জেলায়। এ কারণে সেখানেই আনুষ্ঠানিকভাবে টাকাগুলো প্রত্যেকের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের এমরান ব্রিকফিল্ডে কয়লাবাহী ট্রাক উল্টে পাশেই শ্রমিকদের ঘরে পড়লে ঘুমন্ত অবস্থায় ১৩ শ্রমিক নিহত ও দুইজন আহত হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় ট্রাকচালক ও হেলপারকে অভিযুক্ত করে একটি মামলা করেন নিহতদের স্বজনরা।