নাসিরনগরে বাবার হাতে ছেলে খুন




ঘাতক মোসাঈদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজের সন্তানকে (১০) গলাকেটে হত্যা করেছে বাবা। রবিবার রাতে নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউপির ধরমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোরসালিন এবং ঘাতক বাবার নাম মোসাঈদ।  নাসিরনগর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, ঘাতক মোসাঈদ মাদকাসক্ত ছিল। দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে মোসাঈদের সঙ্গে তার চাচাদের ঝামেলা চলছিল। এছাড়াও সে দুই বিয়ে করেছে। নিহত মোরসালিন তার প্রথম স্ত্রীর সন্তান। দ্বিতীয় বিয়ের পর থেকে মোসাঈদের সঙ্গে তার  প্রথম স্ত্রী ও সন্তানদের কোনও যোগাযোগ ছিল না। ঘটনার দুইদিন আগে হঠাৎ করে মোসাঈদ প্রথম স্ত্রীর বাড়িতে যায়। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয়। রবিবার রাতে সে মোরসালিনকে বাড়ির পাশে নিয়ে গলায় রশি বেঁধে শ্বাসরোধে হত্যার পর ব্লেড দিয়ে গলার রগ কেটে মৃত্যু নিশ্চিত করে।
নাসিরনগর থানা ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, মোরসালিনকে হত্যার পর পালানোর সময় তার বাবাকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই মোসাঈদ নিজের ছেলেকে হত্যা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান জানান, ঘাতক বাবাকে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত। প্রাথমিকভাবে সে হত্যার দায় স্বীকার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।