অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জানে আলম সদরঘাট থানার মোগলটুলী এলাকার আবদুল করিমের ছেলে।
সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুকুর ভরাট করে সামার এয়াকুব টাওয়ার নামে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়। ভবনের মালিককে শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে পরিবেশ ছাড়পত্র ছাড়া পুকুর ভরাট করে ভবন নির্মাণ করার দায়ে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। আদেশে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য বলা হয়েছে।’