রাঙামাটিতে ‘জেএসএস কর্মী’ নিহত

পুলিশের গাড়িতে ‘জেএসএস কর্মী’র লাশরাঙামাটি সদরের মগবান ইউনিয়নের বড়াদম বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম বিক্রম চাকমা ওরফে এলাইট সুমন। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে মগবান ইউনিয়নে বড়াদম এলাকায় আওলাদ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের পরিচয় নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক একেএম নজিবুল ইসলাম।

মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, ‘দুপুর ১টার দিকে আমার ইউনিয়নের আওলাদবাজার এলাকায় গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। তবে নিহতের নাম ও পরিচয় জানতে পারিনি।’

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, ‘আমরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।’

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক একেএম নজিবুল ইসলাম জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) চিফ কালেক্টর (প্রধান চাঁদা আদায়কারী) রবিশংকর চাকমা মারা যাওয়ার পর নিহত বিক্রম চাকমা ওরফে এলাইট সুমন জনসংহতি সমিতির (জেএসএস) চিফ কালেক্টর ছিলেন বলে ধারণা করা হচ্ছে।