তেলের ড্রাম বিস্ফোরণ, দুই শিশু দগ্ধ

চমেক হাসপাতাল (ছবি সংগৃহীত)চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আরেফিন নগরে পাম তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে দুই শিশু দগ্ধ হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকার খাজা স্টোরে এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। আগুনে দুই শিশুর শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে বলে তিনি জানান।

দগ্ধ দুই শিশু হলো মুক্তিযোদ্ধা কলোনির ইয়াছিনের ছেলে রিফাত (৮) ও একই এলাকার মোস্তফার ছেলে মোবারক (৫)।

শীলব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে  বলেন, খাজা স্টোর নামে একটি দোকানের কর্মচারীরা পাম তেলের একটি ড্রামের ওপরের ঢাকনা না খুলে নিচে আগুন দিয়ে গরম করার সময় ড্রামটি বিস্ফোরিত হয়। এসময় ওই দোকানের পাশে খেলতে থাকা দুই শিশু দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বার্ন ইউনিটে ভর্তি করানোর পরামর্শ দেন। বর্তমানে তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।