ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ ছাত্রলীগ নেতার পদত্যাগ

ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন কমিটির বিভিন্ন পদের ১৩ জন নেতা। এদের মধ্যে দুইজন সহ-সভাপতি ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। কমিটি গঠনের ১৫ দিনের মাথায় তারা কমিটি থেকে পদত্যাগ করেন। শনিবার (১৮ ডিসেম্বর) পদত্যাগী নেতারা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের কাছে পদত্যাগপত্র জমা দেন। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন।

জেলা ছাত্রলীগ, নাটাই ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কোনও নেতার সঙ্গে পরামর্শ না করেই এই কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদত্যাগী নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে গত ৩ জানুয়ারি দানিছুর রহমান বাবুকে সভাপতি এবং মেহেদী আলম আরিফকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খাইরুল আলম ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রায়হান।

এ ব্যাপারে পদত্যাগী সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, একটি অশিক্ষিত ছেলেকে কমিটির সভাপতি নির্বাচিত করায় তিনি সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, তিনি স্নাতক পড়ছেন। একটি অশিক্ষিত ছেলের নেতৃত্বে তিনি রাজনীতি করবেন না। পদত্যাগী সহ-সভাপতি সাইফুল ইসলাম রোমান বলেন, জেলা ছাত্রলীগ, নাটাই ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কোনও নেতার সঙ্গে পরামর্শ না করেই এই কমিটি গঠন করায় তিনি কমিটি থেকে পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খাইরুল আলম বলেন, আগের আহবায়ক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি সংগঠনকে গতিশীল করার জন্য সবার সঙ্গে পরামর্শ করেই নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। তিনি বলেন, ১৩ জনের পদত্যাগের কথা লোকমুখে শুনেছেন। কোনও কপি পাননি। কেউ তার কাছে পদত্যাগপত্র জমাও দেননি।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ১৩ জনের পদত্যাগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের সঙ্গে কোনও ধরনের পরামর্শ না করেই তার নিজের  ইচ্ছায় সংগঠন পরিচালনা করেন। তিনি বলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হবে।