দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশ, জাতি ও মানুষকে সমৃদ্ধ জায়গায় নিয়ে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুক্রবার সকালে কুমিল্লা পুরাতন বিমানবন্দরে ১০ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং-এর স্পেশাল মোটিভেশনাল ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে মানুষ হিসেবে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আমি হই সবার জন্য কল্যাণকর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল, ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ।

রেজিমেন্ট ক্যাম্পিংয়ে বৃহত্তর কুমিল্লা, সিলেট বিভাগ ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ১০টি জেলার ৫টি বিশ্ববিদ্যালয়সহ ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ বিএনসিসি প্লাটুন হতে ৫৫০ ক্যাডেট ও কর্মকর্তা অংশ নেন। ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণসহ মুক্তিযুদ্ধ, পরিবেশ সংরক্ষণ, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপন, ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং এবং আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রশিক্ষণ দেওয়া হয়।