‘শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত হতে হবে’

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

শিক্ষার্থীদের মানসম্পন্ন ও সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রবিবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ, বনভোজন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলটির অন্যতম পৃষ্ঠপোষক ইকবাল করিম ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই মানসম্পন্ন ও সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাঠ্যবইয়ের বিজ্ঞান, গণিত ও ইংরেজি শিক্ষায় জোর দিতে হবে। সাবেক এই সেনাপ্রধান আরও বলেন, শিক্ষার্থীদের ভালো মনের মানুষ হতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য  ইঞ্জিনিয়ার এ জেড এম ওবায়েদ হোসেন, ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, চাঁদপুরের উত্তর মতলব উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়াসহ আরও অনেকে।

2