চসিক নির্বাচন পেছানোর পক্ষে বিএনপি

received_543389626530619করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন পেছানোর পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও ভাইরাসের প্রভাব দেখা যাচ্ছে। জনগণের মধ্যে এটি নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। তাই জনগণের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়া উচিত।’

বৃহস্পতিবার ১৮ মার্চ মোহরা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত হোসেন বলেন, ‘২৬, ২৭ ও ২৮ মার্চ সরকারি ছুটি। পরেরদিন ২৯ তারিখ নির্বাচন। এ পরিস্থিতিতে কেন্দ্রে ভোটার আনা অসম্ভব।’

তিনি আরও বলেন, ‘যদি ভোটার না আসে, তাহলে সেই নির্বাচনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আশা করছি আমরা নির্বাচন কমিশনকে যে দাবি দিয়েছি, প্রস্তাবনা দিয়েছি, তা মেনে নিয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। জনগণকে নিয়ে আমাদের রাজনীতি। জনগণ যদি ভোটকেন্দ্রে আসতে না পারে, তাহলে সেই বিষয়টি কমিশনকে ভেবে দেখতে হবে।’

এ সময় তিনি হামিদচর শাহজীর মাজার জিয়ারত করে গণসংযোগ শুরু করেন। গণসংযোগটি এফআইডিসি রোড, চর রাঙামাটিয়া, কামাল বাজার, কাজির হাট, মৌলভীবাজার হয়ে কবির টাওয়ারে এসে শেষ হয়।