নিষেধাজ্ঞা অমান্য: নাসিরনগরে ১৮ জনকে জরিমানা





66ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ব্যবসায়ীসহ ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
নাজমা আশরাফী জানান, সরকার ঘোষিত ১৮৬ ধারায় ও দণ্ডবিধির ২৬৯ ধরা লঙ্ঘনের দায়ে তাদেরকে জরিমানা করা হয়েছে।