চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসার পাচক রাজীব বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বান্দরবানে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৮ জুন) এ তথ্য জানা গেছে।
বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, কক্সবাজার ও চট্টগ্রামের ল্যাব থেকে ১৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
মঙ্গলবার (৯ জুন) মন্ত্রী এবং বাকিদের রোগ মুক্তির কামনায় বান্দরবানে মসজিদে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে।
শনিবার (৬ জুন) পার্বত্য মন্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর রবিবার (৭ জুন) তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে।
পাচক ছাড়াও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান (৪৫), গৃহকর্মী থোয়াই চু প্রু মারমা ও পৌর মহিলা আওমী লীগের সাধারণ সম্পাদক এমিচিং মারমা করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে খলিলুর রহমান ও এমিচিং মারমা নিজ বাসায় আছেন। থোয়াই চু প্রু মারমা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন।