করোনার উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল



গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও চার জন মারা গেছেন। তাদের মধ্যে দু’জন পুরুষ ও দুই নারী। এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৯৭ জন। 

মঙ্গলবার (৪ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানান। 
উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোটের হারুনুর রশিদ (৬০), বরুড়ার হালিমা (৭০), চৌদ্দগ্রামের তানজিবেন্নেচ্ছা এবং কুমিল্লা সদর উপজেলার গোলাম রহমান।  
জেলা সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫৯৪ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৯৭ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।