প্রায় ৭ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলো ইউএন‌ডি‌পি

খাদ্য সহায়তা গ্রহণ করছেন এক দরিদ্রবান্দরবা‌নের রুমার দুর্গম উপ‌জেলার বি‌ভিন্ন ইউনিয়নের ৬ হাজার ৯শ ৩৪ অসহায়, দ‌রিদ্র ও কর্মহীন প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সহায়তা প্রদান ক‌রে‌ছে ইউএন‌ডি‌পি। 

শুক্রবার (১৪ আগস্ট) সকা‌লে  ইউএন‌ডি‌পি রুমা সাঙ্গু ক‌লেজ মা‌ঠে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এ খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে।



পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমার সভাপ‌তি‌ত্বে এতে প্রধান অতিথি ছি‌লেন রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আলম। এছাড়া ইউএন‌ডি‌পির জেলা ব্যবস্থাপক খু‌শিরায় ত্রিপুরা, জেলা এফএফএস এক্সপার্ট শেখ মো. না‌জিম উদ্দিনসহ জেলায় কর্মরত সাংবা‌দিক ও পাড়াবাসীরা উপ‌স্থিত ছি‌লেন।
তারা ব‌লেন, ক‌রোনাকালে অনেক মানুষ কর্মহীন হ‌য়ে প‌ড়ে মান‌বেতর জীবনযাপন কর‌ছে। এসব অসহায় মানু‌ষের মা‌ঝে প্রথম থে‌কেই খাদ্য সহায়তা দি‌য়ে আস‌ছে সরকারি ও বেসরকারি সংস্থা। এ সময় বক্তারা সবাইকে সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে খাদ্য সহায়তা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, উপ‌জেলার বি‌ভিন্ন পাড়ার ৬ হাজার ৯শ ৩৪ প‌রিবা‌রকে ১৫ কে‌জি করে চাল, ৫ কে‌জি করে আলু, ১ লিটার করে তেল, ১ কে‌জি করে লবণ, ২ কে‌জি করে ডাল, ২টি করে সাবান, ৪টি করে মাস্ক ও চাষাবা‌দের জন্য ৭ ধর‌ণের সব‌জি দেওয়া হয়।

খাদ্য সহায়তা পে‌য়ে প্রশাসন ও ইউএনডি‌পি‌কে ধন্যবাদ জানায় পরিবারগুলো।