গৃহবধূ নির্যাতনের ঘটনায় প্রতীকী চক্ষুলজ্জা মিছিল ও বিক্ষোভ

প্রতীকী চক্ষুলজ্জা মিছিল ও বিক্ষোভ সমাবেশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৭নং একলাশপুর ইউনিয়নের এক গৃহবধূকে (৩৬) বিবস্ত্র ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতীকী চক্ষুলজ্জা মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এটির আয়োজন করে বৃহত্তর নোয়াখালীর জনপ্রিয় সংগঠন ‘নিরাপদ নোয়াখালী চাই’।

সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, বেগমগঞ্জের একলাশপুরে আমার বোনের ওপর বর্বরোচিত নগ্ন হামলা ও শ্লীলতাহানির ঘটনা ৭১-এর বিভীষিকাময় কালো অধ্যায়কেও হার মানায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি মহান সংসদে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে কলঙ্কমুক্ত করুন, অন্যথায় এদেশ বিশ্বের কাছে ধর্ষণের নগরী বলে পরিচিত হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ও বাংলার পরশ ২৪ডটকম সম্পাদক সময় মুরাদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শাহ জালাল।

অপরদিকে, রবিবার (৪ অক্টোবর) দুপুর থেকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলায় তোলপাড় সৃষ্টি হয়। এরপরই অভিযানে নামে প্রশাসন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে এ পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে।