‘সাংবাদিকতার যোগ্যতা সংক্রান্ত আইনের খসড়া সরকারের কাছে পাঠানো হয়েছে’

1বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকতার যোগ্যতা সংক্রান্ত আইনের খসড়া সরকারের কাছে পাঠানো হয়ে‌ছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই আইনটি পাস হবে। এটি হলে হলুদ সাংবাদিকতা অনেকাংশে কমে আসবে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কথা বলেন।
জেলা প্রশাসক দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, পুলিশ সুপার আসাদুজ্জামান, প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম প্রমুখ। সভায় বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের যোগ্যতা ও নিয়োগ সংক্রান্ত কোনও আইন না থাকায় সারাদেশে অপ-সাংবাদিকতা বেড়ে যাচ্ছে। এতে প্রকৃত সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সভা শে‌ষে মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের পক্ষ থে‌কে বান্দরবান প্রেসক্লাবকে বই উপহার দেওয়া হয়।