মাতারবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে একজন শিশু, হাসপাতালে নেওয়ার পথে আরেক শিশু এবং হাসপাতালে নেওয়ার পর সিলিন্ডারের মালিক ও বেলুন বিক্রেতার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরও ৮ জন আহত রয়েছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই এসব তথ্য জানান।

এদের মধ্যে ঘটনাস্থলে মারা যান মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ মিয়াজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ এহসান (১২)। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়ার ফরিদুল আলমের ছেলে সাদেকুল ইসলাম রাহাত (১৩) এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেলুন বিক্রেতা ও গ্যাস সিলিন্ডারটির মালিক মোহাম্মদ আলমগীর (৪২)। তিনি কক্সবাজার জেলার চকরিয়ার সিরাজুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি আজিজুল উলুম মাদ্রাসায় বার্ষিক দুই দিনের সভা চলছিল। আজ শুক্রবার ছিল সভার শেষ দিন। সভা উপলক্ষে পাশে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিলেন আলমগীর হোসেন। বেলুনে গ্যাস ভর্তি করার সময় একপর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের চকরিয়া ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ উল্লাহ জানিয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিস ও মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।