বান্দরবানে প্রথম টিকা নেন ক্য শৈ হ্লা মারমা ও ক্যাপ্টেন শাকিল

বান্দরবান সদর হাসপাতা‌লে প্রথম টিকা নিয়েছেন জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা ও সেনানিবাসে প্রথম টিকা নিয়েছেন ক্যাপ্টেন শাকিল। র‌বিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর হাসপাতালের অনুষ্ঠানের পর দুপুর সা‌ড়ে ১২ টায় বান্দরবান সেনানিবাসের ২৬ বীর এর প্রশিক্ষণ মাঠে বেলুন ও পায়রা উ‌ড়ি‌য়ে‌ করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ক‌রেন বান্দরবান সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তীবরী‌জি, পুলিশ সুপার জে‌রিন আখতার, বান্দরবান সি‌ভিল সার্জন ডা. অংসুই প্রু, বান্দরবান সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবীসহ বান্দরবান সেনানিবাসের কর্মকর্তারা।

এসময় ব্রি‌গেড কমান্ডার ব‌লেন, বান্দরবান জেলায় এ যাবত ৯৪৫ জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ৯৪৩জন সুস্থ হ‌য়ে‌ছেন ও দুইজন মারা গেছেন। তি‌নি ব‌লেন, বান্দরবা‌নের মানু‌ষের স‌চেতনতার কার‌ণে আক্রা‌ন্তের হারের তু্লনায় মৃত্যুর হার কম ছিল। তি‌নি ব‌লেন, আজকে এ কর্মসূচি শুরু হ‌য়ে‌ছে এবং একবছ‌রের ম‌ধ্যে আমরা দেশের ৩ কো‌টি মানুষ‌কে টিকা দি‌তে পারবো।

প্রথম দি‌নে সেনাবা‌হিনীর ১০০ জনকে টিকা দেওয়া হয়। প্রথম টিকা নেন ক্যা‌প্টেন শা‌কিল। এসময় তা‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান ব্রি‌গেড কমান্ডার ও জেলা প্রশাসক।

এর আগে সকা‌লে বান্দরবান সদর হাসপাতা‌লে প্রথম টিকা নিয়েছেন জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা। এছাড়া জেলা জজ মো. এহসানুল হক ও জেলা প‌রিষ‌দের নির্বাহী এটিএম কাউসার ও টিকা নেন।

বান্দরবা‌নে ৬৬৫ রে‌জি‌স্ট্রেশন ক‌রে‌ছে। প্রথম দি‌নে বান্দরবান সদর হাসপাতা‌লে ৬৪ জন‌কে টিকা দেওয়ার প্রস্তুতি রাখা হয়। বান্দরবা‌নে প্রথম ধা‌পে টিকা এসেছে ১২ হাজার।