কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তাহমিনা আক্তার মিনাকে (৫০) গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আবদুর রব বাবুলকে (৬০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গ্রামের ওলি বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আবদুর রব বাবুল একই বাড়ির মৃত মজিবুল হকের ছেলে।

কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, সকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তাহমিনা আক্তার মিনারে সঙ্গে স্বামী আবদুর রব বাবুলের বাদানুবাদ হয়। এক পর্যায়ে বাবুল ধারালো ছোরা দিয়ে তার স্ত্রীর গলাকেটে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, স্থানীয়রা তাকে ছোরাসহ আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে, পুলিশ তাকে আটক করে। নিহত তাহমিনা দুই সন্তানের জননী ছিলেন।

তিনি আরও বলেন, অভিযুক্ত বাবুল প্রবাসী ছিলেন। বাড়িতে আসার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদনন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী আবদুর রব বাবুলকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।