ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে

রাঙামাটির বরকল উপজেলায় ধর্ষণের অভিযোগে করা মামলায় মামুনুর রশিদ নামে এক ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নুরুল ইসলাম এ নির্দেশ দেন।

অভিযুক্ত মামুনুর রশিদ ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সাবেক যুবলীগ নেতা।

আদালত সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন ভুক্তভোগী নারী বরকল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। আদালতের সমন জারি হলে উচ্চ আদালত থেকে জামিন নেন মামুনুর রশিদ। কিন্তু উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বললেও অভিযুক্ত চেয়ারনম্যান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান জানান, মঙ্গলবার বিকালে জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলামের আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন মামুনুর রশিদ। আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।