মিষ্টিতে দেওয়া হতো কাপড়ের রং

কুমিল্লায় কাপড়ের রং দিয়ে মিষ্টি তৈরির অভিযোগে কোয়ালিটি সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

এছাড়া অধিদফতরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার আরও চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ওই মিষ্টি তৈরির প্রতিষ্ঠানসহ পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, মিষ্টি তৈরির এই প্রতিষ্ঠানটি সদর উপজেলার দিদার মার্কেট (বলরামপুর) এলাকার কোয়ালিটি সুইটস নামে ওই মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানায় দেখা যায়, হার্ডওয়্যারের দোকান থেকে কেনা ডায়িং কালার (কাপড়/দেয়াল রং করার কাজে ব্যবহৃত) দিয়ে লাড্ডু ও বরিন্দা বানানো হচ্ছে।

Comilla obijan news pic1কারখানাটির ম্যানেজার জুয়েল তদারকি টিমের কাছে স্বীকার করে যে, শহরের চকবাজারের হার্ডওয়্যারের দোকান থেকে কম দামে এই রং কিনে তারা মিষ্টি তৈরির কাজ ব্যবহার করে। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ধারায় অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ৮০ টাকা জরিমানা করা হয়। এ সময় দুই কৌটা রং এবং এক মণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বধিকারী সোহেল আহমেদ ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা প্রদান করে। এ ছাড়াও অধিদফতরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার আরও চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত উপস্থিত ছিল।