কর্ণফুলীতে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

কর্ণফুলী নদীতে পাথরবোঝাই ট্রলার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) ভোরে কর্ণফুলী নদীর কারারপোল এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে এখন পর্যন্ত তাদের কোনও হদিস পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ভোরে আমরা ট্রলার ডুবির খবর পাই। এরপর দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করি। সকালে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও নিখোঁজ দুই শ্রমিকের হদিস পাওয়া যায়নি। বর্তমানে উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-বাহিনীসহ সংশ্লিষ্টদের সাহায্য চাওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পাথর বোঝাই ট্রলারটি কারারপোল এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। ডুবন্ত ট্রলারটির অবস্থান শনাক্ত হয়েছে। ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে ২৭ জনকে জীবিত উদ্ধার হয়। তারা জানিয়েছেন নিখোঁজ দুই জন ট্রলারে ঘুমন্ত অবস্থায় ছিলেন।