এটা কেমন বিচার ব্যবস্থা, প্রশ্ন কাদের মির্জার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করেন, তাঁর নেতাকর্মীরা নিরপরাধ, অথচ তাদের জামিন চাইলে এক সপ্তাহ পরপর শুনানির তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু জামিন দেওয়া হয় না। সোমবার (৩ মে) বেলা ৩টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।   

প্রধান বিচারপতিকে উদ্দেশ করে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আইনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আপনার কাছে আমার একটি প্রশ্ন, গত ৯ মার্চ কোম্পানিগঞ্জে হামলার ঘটনায় মিজানুর রহমান বাদলকে তিনটি মামলায় গ্রেফতার করা হয়। এরপর ১৯ মার্চ তার একটি মামলায় জামিন হয় এবং দুইটি মামলার শুনানি ২৫ মার্চ নির্ধারণ করা হয়। কিন্তু এক ঘণ্টা পর ২টি মামলায় জামিন দেওয়া হয়। অন্যদিকে, আমার নিরপরাধ নেতাকর্মীদের জামিন চাইলে, এক সপ্তাহ পরপর শুনানির তারিখ দেওয়া হয়, কিন্তু জামিন দেওয়া হয় না। এটা কেমন বিচার ব্যবস্থা?।’