প্রধানমন্ত্রী বলেছেন কোম্পানীগঞ্জের সমস্যার সমাধান অচিরেই হবে: কাদের মির্জা

কোম্পানীগঞ্জের সমস্যা সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (মঙ্গলবার) সন্ধ্যার আগে আমাকে মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন, “তুমি শান্ত থেকে কাজ করো, নিজের শরীরের প্রতি যত্ন রাখো। কোম্পানীগঞ্জের সব সমস্যার সমাধান অচিরেই করা হবে।” প্রধানমন্ত্রীর এ ম্যাসেজটি জানানোর জন্য আমি এ লাইভে এসেছি।’ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

মেয়র আবদুল কাদের মির্জা তার বহিষ্কারের বিষয়টিকে গুজব ও ষড়যন্ত্র বলে উল্লেখ করে বলেন, ‘একটি মহল গত কয়েক দিন যাবৎ দেশ-বিদেশে প্রচার করছে, আমাকে দল থেকে বহিষ্কার করা হবে। আসলে এটা শুনতে হাস্যকর লাগে। আমাকে কেন, কী কারণে দল থেকে বহিষ্কার করা হবে? আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র ও চক্রান্তের পরও আমি শান্ত থেকে সব পরিস্থিতি মোকাবিলা করছি।’

তিনি আরও বলেন, ‘কোম্পানীগঞ্জের বিষয়ে যদি আগে থেকে হস্তক্ষেপ করা হতো, তাহলে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছাতো না। এ বিষয়ে যাদের দায়িত্ব ছিল, তাদের অবহেলার কারণে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছেছে। কোম্পানীগঞ্জে শান্তির স্বার্থে যেন অচিরেই এ অবস্থার অবসান ঘটে, তা আমি প্রত্যাশা করি। বিরোধী রাজনৈতিক দলের রাজনীতির অনুপস্থিতিতে সরকারি দলের রাজনীতি এবং নীতি-নৈতিকতা এমন অবস্থায় পৌঁছেছে যে, এখন রাজনীতি করার মতো পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না। অপরাজনীতির হোতাদের দল থেকে বের করে দিলে দলের কোনও ক্ষতি হবে না, বরং দল আরও শক্তিশালী হবে।’

এর আগে, বিকাল সাড়ে ৪টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে বসুরহাট আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান ইমাম বাদলকে আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুসকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করেন তিনি।