চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্মের ৯১ হাজার ডোজ টিকা

চীনের সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ৯১ হাজার ২০০ ডোজ টিকা চট্টগ্রাম পৌঁছেছে। শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টায় টিকার চালান চট্টগ্রামে পৌঁছায় বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নিজস্ব পরিবহনে ভ্যাকসিনগুলো চট্টগ্রামে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৬টায় গাড়িটি চট্টগ্রামে এসে পৌঁছায়। টিকাগুলো আমাদের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী নগরীর ও উপজেলার টিকা কেন্দ্রগুলোতে পাঠানো হবে। শিগগিরই এই টিকা দেওয়া হবে বলে জানালেও কবে থেকে এই টিকা প্রয়োগ শুরু হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এর আগে, দুই দফায় চট্টগ্রামে সাত লাখ ৬২ হাজার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান এসেছিল। এর মধ্যে গত ৩১ জানুয়ারি প্রথম দফায় চার লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা চট্টগ্রামে আসে। এরপর ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আসে আরও তিন লাখ ছয় হাজার ডোজ টিকা।