নাফ নদ সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে এলো দুটি হাতি

মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে বাংলাদেশে এসেছে দুটি বুনো মা হাতি। শনিবার (২৬ জুন) বিকালে হাতি দুটি বাংলাদেশে চলে আসে। পাঁচ ঘণ্টা পর সন্ধ্যার দিকে হাতি দুটি উদ্ধার করে পাহাড়ের ভেতরে ঢুকিয়ে দেয় এলিপ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।

এই টিমে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ, সহকারী বন সংরক্ষক শহিদুল ইসলাম হাওলাদার ও মো. মনিরুজ্জামান ও বন পাহারাদাররা।

স্থানীয়দের ধারণা, খাদ্যের অভাবে মিয়ানমার থেকে নাফ নদ পাড়ি দিয়ে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় চলে আসে মা হাতি দুটি। পরে বনে ঢোকার চেষ্টা করলে মানুষ চিৎকার দেয়। মানুষের চিৎকারে নাফ নদের প্যারাবনে ছোটাছুটি করছিল হাতি দুটি।

এ বিষয়ে জেলা দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, বিকাল থেকে টেকনাফ সীমান্তের নাফ নদের প্যারাবনে দুটি মা হাতি ছোটাছুটি করছিল। পাঁচ ঘণ্টা পর সন্ধ্যায় উদ্ধার করে হাতি দুটিকে পাহাড়ের ভেতরে দিয়ে আসা হয়। এর আগে গত বছর আগস্ট মাসে মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে আরও একটি হাতি এসেছিল।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এনাম বলেন, ‘বিকালে মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে বাংলাদেশে এসেছে দুটি মা হাতি। প্যারাবনের ঢোকার সময় মানুষের তাড়া খেয়ে হাতি দুটি পালিয়ে যায়। পরে পৌরসভার জালিয়া পাড়া এক নম্বর স্লুইসগেট থেকে হাতি দুটি উদ্ধারের খবর শুনেছি।’