ঘুমন্ত শিশুকে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় আটকে মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুমের মধ্যে খিচুড়ি খাওয়ানোর সময় খাদ্যনালীতে আটকে মায়মুনা নামের এক ৯ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের মিলনের ৯ মাস বয়সী শিশু কন্যা মায়মুনার খাবারের সময় হয়ে যাওয়ায় তার মা ঘুমের মধ্যে রান্না করা খিচুড়ি খাওয়াতে শুরু করেন। খাওয়ার এক পর্যায়ে খিচুড়ি মায়মুনার শ্বাসনালিতে ঢুকে যায়।

এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কামরুল হাসান বলেন, প্রতিটি শিশুর পরিবারে উচিত কোনওভাবেই শিশুকে ঘুমের মধ্যে খাবার খাওয়ানো যাবে না।
তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে শিশুদের যখনই খাবার খাওয়াবেন তাকে বসিয়ে খাওয়াতে হবে। ঘুমের মধ্যে বা শুইয়ে শিশুকে খাবার খাওয়ালে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।