৯৬০০ ডোজ টিকা পেলো রাঙামাটি

রাঙামাটিতে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্মের নয় হাজার ৬০০ ডোজ করোনা টিকা। রবিবার (১১ জুলাই) সকালে পৌঁছানোর পর সেগুলো শহরের সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনে সংরক্ষণ করা হয়।

এ সময় টিকা গ্রহণ করেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। বেক্সিমকো ফার্মার গাড়িতে করোনা টিকা রাঙামাটিতে পৌঁছে দেওয়া হয়েছে।

সিভিল সার্জন জানান, ‘আমরা জেলা পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু করেছি। আজ থেকে উপজেলা পর্যায়ে টিকা বিতরণ করা হচ্ছে। আগামী দুই-তিন দিনের মধ্যে উপজেলা পর্যায়ে টিকাদান শুরু করা হবে।’

তিনি আরও জানান, ‘আমরা চীনের তৈরি সিনোফার্মের চার হাজার ৮০০ ভায়াল পেয়েছি, যাতে নয় হাজার ৬০০ ডোজ টিকা রয়েছে। আগামী এক মাস পর দ্বিতীয় ডোজ টিকা নেওয়া যাবে। দ্বিতীয় ডোজ সংরক্ষণ করেই প্রথম ডোজ দেওয়া হবে।’