দুইদিন পর যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ 

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৩ জুলাই) রাত ৮টায় কুমিল্লা সীমান্তের চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এই লাশ হস্তান্তর হয়।

এর আগে, রবিবার (১১ জুলাই) সকালে চৌদ্দগ্রামের বীরচন্দ্রনগর সীমান্ত এলাকা থেকে বেলাল হোসেন (৪০) নামের বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সন্ধ্যায় বিজিবিকে লাশ বুঝিয়ে দেওয়া হয়। বেলাল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, পতাকা বৈঠকের পর নিহত বেলাল হোসেনের লাশ বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয়। পরে বিজিবির আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন আমাদের মরদেহ বুঝিয়ে দেন। পুলিশ বেলালের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

পতাকা বৈঠকে এ সময় ভারতের বিলোনিয়ার রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর প্রমোজিৎ সিং, ভারতীয় পুলিশ ইন্সপেক্টর জয়নাল হোসাইন, কুমিল্লা ১০ বিজিবির আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন ও চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।