ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। তাদের মধ্য থেকে মামুন ও আবুল কালাম নামে দুই জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সম্পর্কে ভাই। তাদের বাড়ি ফেনীতে। বাবার নাম নুরুল হক। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, দুপুরে খড়িয়ালা বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জের ভৈরবগামী রোডমাস্টার পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়। 

এ সময় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুই জনের অবস্থা কিছুটা গুরুতর বলে জানান তিনি।